৪জন ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, যে, আফগানিস্তানে মে মাসে আন্তর্জাতিক সেনাদের প্রত্যাহারের সময়সীমা ধার্য্য করা হলেও, সেনারা সময়ের বাইরে সেখানে অবস্থা করবেন, যে সিদ্ধান্ত তালিবানদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে পারে, যারা পূর্ণ প্রত্যাহার দাবি করেছে I
রয়টার মাধ্যমের কাছে অন্যতম কর্মকর্তা জানান, এপ্রিল মাসের মধ্যে জোটবাহিনীর পূর্ণ প্রত্যাহার সম্ভব নয় I যুক্তরাষ্ট্রের নুতন প্রশাসন তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের খুঁটিনাটি পৰ্য্যালোচনা এবং প্রত্যাহারের আরো সুষ্ঠূ পরিকল্পনার কথা জানাবেন I
প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন, তালিবানদের সঙ্গে নিরাপত্তা শর্ত মানবার জবাবে, সকল জোট সেনাদের মে মাসের মধ্যে প্রত্যাহারের চুক্তি করেছিল I তবে তালিবানরা সেই শর্ত অব্যাহতভাবে লঙ্ঘন ও হামলা অব্যাহত রেখেছে I