রবিবার কলাম্বিয়ায় জনগন নতুন কংগ্রেসের জন্য ভোট দিচ্ছে।
দেশের সাবেক বামপন্থী গেরিলা গ্রুপ ফার্ক তাদের অস্ত্র সমর্পণ করেছে এবং রাজনৈতিক দলে রুপান্তরিত হয়েছে। এবারই তারা প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে এবং সেনেট ও প্রতিনিধি পরিষদে আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল স্যানটোস যিনি ফার্কের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন, বলেছেন অর্ধ শতাব্দীতে এটি হবে প্রথম নির্বাচন যেখানে আমরা শান্তিতে ভোট দেব, যেখানে ফার্ক একটা রাজনৈতিক দল, অস্ত্রে সজ্জিত একটি গ্রুপ নয়।
শান্তি চুক্তির ফলে কংগ্রেসে ফার্কের ১০টি আসন সুরক্ষিত।