অ্যাকসেসিবিলিটি লিংক

৫০ বছর পর সরিয়ে নেয়া হল কনফেডারেট পতাকা


যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার বিশেষ হাইওয়ে প্যাট্রোল গার্ড দক্ষিণের রাজ্যের রাজধানীর ষ্টেইটহাউজের প্রাংগন থেকে আনুষ্টানিক ভাবে কনফেডারেট পতাকা সরিয়ে নিল। ৫০ বছরের বেশী সময় ঐ পতাকা সেখানে উড়েছে।

পতাকা নামানোর ঐতিহাসিক অনুষ্টানে উপস্থিত ছিলেন দুই বর্ণের শত শত মানুষ । তারা USA, USA" বলে ধণি দিতে থাকেন। এই দিনটি যে কোন একদিন আসবে, ঐ রাজ্যের অনেকেই তা কল্পনা করেন নি।

গভর্ণার নিকি হ্যালি বৃহষ্পতিবার আমেরিকার গৃহযুদ্ধের সময়ের পতাকা সরানোর পক্ষে বিলটিতে সাক্ষর করেন যা ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যদের সমর্থন লাভ করে। কৃষ্ণাংগদের একটি গীর্জায় তিন সপ্তাহ আগে ৯ জনকে যে হত্যা করা হয় তারপরেই ব্যাপক ভোটি ঐ সিদ্ধান্ত গৃহিত হয়।

XS
SM
MD
LG