অ্যাকসেসিবিলিটি লিংক

আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাম দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বাঁধতে রাজি


পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাম দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বাঁধতে রাজি আছে। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই ঘোষণাটি টুইট করেছেন। তিনি বলেছেন, আজ কংগ্রেস হাইকমান্ড আগামী বছরের নির্বাচনে বাম দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়তে রাজি হয়েছে। গত অক্টোবর মাসে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি আসছে বছরের নির্বাচনে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট বাঁধার কথা বলেছিল। যদিও গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম সেন্ট্রাল কমিটির এই জোটে আপত্তি ছিল। ফলে সেই বার পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বাম দলগুলো আলাদা আলাদা করে ভোটে লড়েছে।

সরাসরি লিংক

তাতে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন, আর বাম দলগুলি পেয়েছিল ৩২টি আসন। এবারে একযোগে লড়াই করার কথা বলে বিগত ভুলের প্রায়শ্চিত্ত করতে নেমেছে সিপিআইএম‌। আগামী বছর মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালা ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন হবে।

XS
SM
MD
LG