অ্যাকসেসিবিলিটি লিংক

সংক্রমণ বৃদ্ধির কারণে লকডাউন আরোপ করতে বাধ্য হয়েছে ইউরোপের কয়েকটি শহর


ইউরোপের ডজন খানেক শহর করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে লকডাউন আরোপ করতে বাধ্য হয়েছে। আক্রান্ত অঞ্চলের হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোতে দ্রুত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডাক্তাররা সতর্ক করছেন যে শীত আসার সাথে সাথে সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। মহামারীর কারণে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের চাইতেও ইউরোপে এখন বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। প্যারিস, রুয়েন, লিল, সেন্ট ইটিন, লিওন, গ্রেনোবল, মন্টপেলিয়ার, মার্সেই এবং টুলুজ সহ আরও আটটি ফরাসি শহরে রাতের কারফিউ জারি করা হয়েছে। সকল রেস্টুরেন্ট, পানশালা এবং দোকান বন্ধ করতে বাধ্য করা হবে এবং লোকজনকে ১৭ অক্টোবর থেকে চার সপ্তাহের জন্য রাত ৯টা থেকে সকাল ৬টার মধ্যে বাড়িতে থাকতে বলা হয়েছে। বুধবার এক টেলিভিশন ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে দিয়ে বলেন, "পরীক্ষা, সতর্কতা, সুরক্ষা, এটাই কৌশলের চাবিকাঠি যা আমাদের নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে পালন করতে হবে, কারণ আমাদের অন্তত ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ভাইরাসের মোকাবেলা করতে হবে।

আবারও আংশিক লকডাউন আরোপের খবরে উদ্বিগ্ন ফরাসি রাজধানীর কিছু বাসিন্দা । ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্পেন, মাদ্রিদ এবং নিকটবর্তী আটটি পৌরসভাকে জরুরী অবস্থার মধ্যে রেখেছে। বার্সেলোনায়, স্থানীয় সরকার বার এবং রেস্টুরেন্ট ১৫ দিনের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছে এবং নেদারল্যান্ড জুড়ে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

XS
SM
MD
LG