অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েৎনাম ও কোরিয়ার যুদ্ধে প্রাণহানির সংখ্যার চেয়েও বেশি কভিড ১৯ এ


কভিড ১৯ এ যুক্তরাষ্ট্রে এখন মোট মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে, যা কীনা ভিয়েৎনাম ও কোরিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানির সংখ্যার চেয়েও বেশি। মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উভয় দলের সেনেট সদস্যরা সোমবার এক মিনিটের নীরবতা পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। সেনেটর ব্রায়ান শ্যাটজ বলেছেন,“ জাতিকে ইতিহাসের এই কালো মূহুর্তকে একতা এবং স্পষ্টতার মধ্য দিয়ে অনুভব করতে হবে।

এই অকল্পনীয় কষ্টের সময়ে, এটা খুবই জরুরি যে আমরা হারিয়ে যাওয়া জীবনের জন্য থমকে দাঁড়াই এবং একত্রে শোক প্রকাশ করি। সেনেটার লিজা মার্কোস্কি বলেন কভিড ১৯ মহামারি আমাদের রাষ্ট্রকে বিধ্বস্ত করেছে। অনেক পরিবার দেখেছেন তাঁদের প্রিয় জনদের যন্ত্রণা। তিনি বলেন, নিঃসঙ্গ থাকার কঠোর নিয়মের কারণে, যারা কাউকে এ রোগের কারণে হারিয়েছেন তারা হাসপাতালে যেতে পারেননি, শেষ কৃত্যে যোগ দিতে পারেননি। প্রতিনিধি পরিষদের আরেকটি পৃথক প্রস্তাবে বলা হয়েছে পরিষদ যখনই অধিবেশনে বসবে, তখনই প্রতিদিনই তারা মুহুর্তের নীরবতা পালন করবে, এই মহামারি শেষ হলে একটি জাতীয় শোক দিবস পালন করা হবে এবং এই রোগে যারা প্রাণ হারিয়েছে তাঁদের জন্য জাতীয় স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে।

XS
SM
MD
LG