অ্যাকসেসিবিলিটি লিংক

কামারুজ্জামানের প্রাণ দন্ডের চূড়ান্ত রায় কারাগারে পৌঁছুলো


বাংলাদেশে জামায়াতে ইসলামি নেতা এবং মানবতা বিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামানের প্রাণদন্ডের চূড়ান্ত রায় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে এবং তাকে সেটি পড়ে শোনানো হয়েছে। তিনি বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাষ্ট্রপতির কাছে তাঁর প্রাণ ভিক্ষার আবেদন জানাবেন কি না সেই সিদ্ধান্ত নেবার জন্যে সময় চেয়েছেন। কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল এগারোটায় তার আইনজীবিদের সাক্ষাতের অনুমতি দিয়েছে।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন যে কামারুজ্জামান প্রাণ ভিক্ষার আবেদন না করলে সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার । তিনি আরও বলেন যে প্রাণভিক্ষা চাইলেও বিশেষ আইনে বিচার হওয়ার কারণে এ ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য হবে না। তিনি আরও বলেন তাঁকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ ও দেওয়া হবে।

এ দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন জনগণের জানমাল রক্ষার জন্যে সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। গণজাগরণ মঞ্চ বুধবার রাতের মধ্যে ফাসির আদেশ কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচী পালন করছে। শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা :

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG