অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব এলিস ওয়েলস


কক্সবাজারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব এলিস ওয়েলস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব এলিস ওয়েলস রবিবার বিকালে কক্সবাজার পৌছেঁছেন। বিকাল ৫টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে উচ্চকিত প্রশংসা করে এলিস ওয়েলস রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন। এসময় রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীরও প্রশংসা করেন এলিস ওয়েলস।

এলিস ওয়েলেসের কাছে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির নানা দিক তুলে ধরেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। এসময় ভাসানচরে কিছু রোহিঙ্গাকে অস্থায়ীভাবে স্থানান্তর প্রসংগ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে কিভাবে সাহায্য পৌঁছে দেয়া যায়; তা নিয়ে আলোচনা হয়।
আগামীকাল সোমবার এলিস ওয়েলসের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যেখানে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করেন। এসব রোহিঙ্গা মিয়ানমারের রাখাইনে দেশটির জাতিগত নির্মূল অভিযান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00


XS
SM
MD
LG