অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত ১৪: বন্দুকযুদ্ধে নিহত ১ জন


বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে ১৪জন রোহিঙ্গা আহত হয়েছেন। এ ঘটনার পরপরই র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন রোহিঙ্গা। র‌্যাব বলছে, নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াস সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। তিনি টেকনাফের শালবাগান শরণার্থী শিবিরের ডি ব্লকের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা বলেছেন, সোমবার রাতে নয়াপাড়া শরণার্থী শিবিরে সশস্ত্র সন্ত্রাসীরা সাধারণ রোহিঙ্গাদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। বেশ কয়েকজন বৃদ্ধ এবং শিশুর শরীরেও গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা মোহাম্মদ রহিমের দাবি, মুখোশধারী সন্ত্রাসীরা সাধারণ রোহিঙ্গাদের উপর গুলি চালায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই শরণার্থী শিবিরে অভিযান চালানোর কথা জানিয়েছেন, র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোঃ শেখ শাদী।

সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যে বেড়েছে নানা ঘটনা।

please wait

No media source currently available

0:00 0:01:40 0:00

কক্সবাজারের শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে অনেক রোহিঙ্গা আহত
please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG