অ্যাকসেসিবিলিটি লিংক

কমিটি টো প্রটেক্ট জার্নালিস্ট বা CPJ 'র উদ্বেগ 


কমিটি টো প্রটেক্টজার্নালিস্ট বা CPJ 'র নুতন জরিপ অনুযায়ী, বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে নিয়োজিত সাংবাদিকদের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ স্তব্ধ করে দেয়ায়, সংবাদ স্বাধীনতা এখন হুমকির মুখেI কমিটির বার্ষিক জরিপে জানানো হয়, চীন, মিশর, তুরস্ক ও সৌদি আরবের কারাগারে রেকর্ড সংখ্যক ২৭৪ জন সাংবাদিক কারাভোগ করছেনI ২০২০ সাল ছিল, পর পর ৫ম বছর, যখন কারাগারে ২৫০ জনের বেশি সাংবাদিক কারাভোগ করেছেনI

সম্প্রতি ইরানে একজন সাংবাদিকের মৃত্যুদণ্ডে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, কঠোর নিন্দা প্রকাশ করেনI জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানে দুজারিচ বলেন, CPJ 'র সাপ্রতিক তথ্য মহাসচিব গুটেরেজকে ব্যথিত করেছেI

XS
SM
MD
LG