বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম UNDP বাংলাদেশের শুভেচ্ছা দূত নিযুক্ত করেছে। মাশরাফি বিন মুর্তজা ভয়েস অব আমেরিকাকে বলেন, যে কারণে আমাকে শুভেচ্ছা দূত করা হয়েছে, আমি যেন সেই কাজটি ভাল ভাবে করতে পারি। তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে তিনি কি করবেন এমন প্রশ্নে মাশরাফি বলেন, “আমি বিশ্বাস করি একটি দেশ গড়ে উঠে তরুণদের নিয়ে এবং আমাদের দেশে যারা তরুণ আছে তাদের মাঝে অনেক ভাল কিছু আছে। অনেকেই ভাল কাজ করছে। ইউএনডিপি’র মাধ্যমে যদি তাদের আরো একটু সাহায্য করা যায়, সেটাই আমার উদ্দেশ্য। আমার স্বপ্ন ছিল, যদি বাংলাদেশের জন্য কিছু করতে পারি, বিশেষ করে যদি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে পারি। অনেক বড় একটা স্বপ্ন পূরন হতে যাচ্ছে।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন আহসানুল হক। সাক্ষাৎকারটি শুনতে প্লে বাটনে ক্লিক করুন।