অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়


প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য নিয়ে দিল্লীর অরুন জেইটলি স্টেডিয়ামের মাঠে নামে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ও তামিম ইকবালের স্কোয়াডে অনুপস্থিতি প্রভাব কেমন ফেলবে অন্যান্যদের ওপর তা নিয়ে অনেকের মাঝেই চলে জল্পনা কল্পনা।

ভারতের অধিনায়ক রহিত শর্মা খেলার আগেই জানিয়েছিলেন বাংলাদেশ দলকে ছোট করে দেখছেন না তিনি। গত কয়েক বছরে বাংলাদেশ প্রমাণ করেছে তারা অত্যন্ত পরিপক্ক বলিষ্ঠ দল।রহিত আরও বলেন, টি-টোয়েন্টির একটি খেলা র‍্যাঙ্কিয়ে পরিবর্তন আনে খুব দ্রুত। কদিন আগে ভারতের র‍্যাঙ্কিং ছিল ২ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অস্ত্রেলিয়ার ৩-০ জয় এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ড্র, ভারতকে ৫ এ নিয়ে যায়।

ক্রিকেট নিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সানজানা ফিরোজ কথা বলেন বাংলাদেশের এনটিভির ক্রীড়া সাংবাদিক সুব্রত ববি ও ভারতের কলকাতার আরটেজ নিউযের সম্পাদক জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে।

please wait

No media source currently available

0:00 0:15:24 0:00


XS
SM
MD
LG