ইডেনের মাঠে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। তামিম ফর্মে আছেন। সৌম্যকে চার-ছয়ের পাশাপাশি সিঙ্গেল রান নিতে জানতে হবে। মুস্তাফিজ দলে ফিরলে বাংলাদেশের আস্থা বাড়বে। পাকিস্তানের বোলিং শক্তিকে ভোঁতা করে দিতে পারলে বাংলাদেশের দিকেই পাল্লা ভারী। বললেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ঈউসুফ রহমান বাবু। তার সাথে কথা বলেছেন আহ্সানুল হক।
সাক্ষাতকারটি শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।