কিছুদিন আগে ম্যানচেস্টারে একটি গানের কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোতে নিরাপত্তা কিভাবে নিশ্চিৎ করা যায়, তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। এ বিষয়ে একটি আলোচনায় অংশ নিয়েছেন সাবেক দুই ক্রিকেটার ঈউসুফ রহমান বাবু এবং নাজমুন নূর রবিন। আরো আছেন সাংবাদিক দিলু খন্দকার। উপস্থাপনায় আছেন ভয়েস অফ অ্যামেরিকার সাংবাদিক আহসানুল হক।