অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারত তাদের প্রাধান্য বজায় রাখলো


cricket
cricket

বিশ্বকাপের যে ম্যাচটির জন্য লক্ষ কোটি দর্শক অপেক্ষা করে থাকেন, সেই ভারত-পাকিস্তান ম্যাচে ভারত তাদের প্রাধান্য বজায় রাখলো। রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং নিখঁত বোলিংয়ের সুবাদে সহজ জয় পেল ভিরাট কোহলির দল।

বিশ্বকাপের যে ম্যাচটির জন্য লক্ষ কোটি দর্শক অপেক্ষা করে থাকেন, সেই ভারত-পাকিস্তান ম্যাচে ভারত তাদের প্রাধান্য বজায় রাখলো। রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং নিখঁত বোলিংয়ের সুবাদে সহজ জয় পেল ভিরাট কোহলির দল। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮৯ রানে জিতেছে ভারত। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের সবগুলোতেই জিতল ভারত। ১৪০ রানের দাপুটে ইনিংসে দলকে শক্ত ভিত্তি দেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান অধিনায়ক। ভারত ৫ উইকেটে করে ৩৩৬ রান। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার বলে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পাকিস্তান পায় ৩০২ রানের লক্ষ্য। সরফরাজের দল ৬ উইকেটে থামে ২১২ রানে।

XS
SM
MD
LG