বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখেছিল আফগানরা। সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। সাকিবের অসাধারণ বোলিং-ব্যাটিং পারফরম্যান্স বাংলাদেশের এই জয়ের ভিত্তি তৈরি করলো। সেইসাথে মুশফিক আবার দুর্দান্ত ইনিংস উপহার দিলেন। সাকিব ব্যাট হাতে ফিফটি আর বল হাতে ৫ উইকেট নিয়ে গড়েছেন এক গাদা রেকর্ড। গুঁড়িয়ে দিয়েছেন আফগানদের। মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের জন্য সম্ভবত এবারের বিশ্বকাপের কঠিনতম উইকেটে বাংলাদেশ ২৬২ পর্যন্ত যেতে পারল! সাকিব ৫১ রানে ফেরার পর মুশফিকের ৮৭ বলে ৮৩ রানের ইনিংসই টেনে নেয় দলকে।এই উইকেটে ২৬৩ রান তাড়া ছিল ভীষণ কঠিন। আরও কঠিন করে তোলেন সাকিব। উইকেট নিয়েছেন নিজের প্রথম ওভারে, মাঝে, শেষে। আফগানরা থমকে গেছে ২০০ রানেই। ২৯ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপে প্রথম ৫ উইকেট। এবারের আসরে সব দল মিলিয়েই এখনও পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্স।ম্যাচের প্রথম ভাগে ফিফটির পথে আবার উঠে গেছেন এবারের বিশ্বকাপে রান সংগ্রহের চূড়ায়। আর ফিফটি ও ৫ উইকেট মিলিয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। বিশ্বকাপে একই ম্যাচে ফিফটি ও ৫ উইকেট ছিল আগে কেবল যুবরাজ সিংয়ের।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালে আমাদের লাইভ রেডিও শো-তে খেলা বিশ্লেষণ করেছেন সাবেক দুই ক্রিকেটার ঈউসুফ রহমান বাবু, নাজমুন নূর রবিন এবং সরাসরি খেলার মাঠ থেকে সাংবাদিক সালাউদ্দীন সুমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভয়েস অফ আমেরিকার আহসানুল হক।