ছিনতাই চাদাবাজিসহ অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃংখলা রক্ষাবাহিনী। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা রক্ষায় পুলিশ প্রয়োজনে গুলি চালাবে।
গত ১৮ দিনে পুলিশের সাথে কথিত ক্রসফায়ারে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন; এদের মধ্যে পুলিশ রিমান্ডে থাকা এবং ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষিত জঙ্গীও রয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ প্রধানের দাবি, পুলিশ ক্রসফায়ারের সাথে কোনোক্রমেই যুক্ত নয়, সবই কল্পিত কাহিনী। এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মতে, পুলিশের দায়িত্ব হচ্ছে আসামীদের ধরে আইনে সোপর্দ করা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় আইন-শৃংখলা পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।