অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবায় যুক্তরাস্ট্রের দুতাবাস করার ঘোষণা


কিউবার সঙ্গে যুক্তরাস্ট্রের স্বাভাকিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সমাজতান্ত্রিক নেতৃত্ব শাষিত ঐ দ্বীপ দেশটিতে দুতাবাস করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার হোয়াইট হাউজে এক বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বলেন গত ৫০ বছরের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সম্পর্কহীনতা কাজে লাগে না। ফলে এখনই নতুন পদক্ষেপ নেয়ার সময়।

প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের জবাবে হাভানা থেকে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বলেন কিউবার জনগনের পক্ষ থেকে মিস্টার ওবামা সম্মান পাওয়ার দাবীদার। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক ঘন্টা টেলিফোনে কথা বলেন।

২০০৯ সালে হাভানায় যোগাযোগ প্রযুক্তি স্থাপনের যন্ত্রপাতি নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া যুক্তরাস্ট্রের কন্ট্রাক্টর এ্যালান গ্রসকে মুক্তি দেয় কিউবান কর্তৃপক্ষ।

XS
SM
MD
LG