অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত্যুদণ্ডের আপিলের অভিযোগ পাল্টে দিয়েছে পাকিস্তানের আদালত


পাকিস্তানের একটি আদালত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও শিরশ্ছেদ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ডের আপিলের অভিযোগ পাল্টে দিয়েছে। অপহরণের দায়ে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং অন্য তিন অভিযুক্তকে খালাস দিয়েছে।

ব্রিটিশ বংশোদ্ভূত আহমেদ ওমর সাদ শেখ ১৮ বছর আগে দোষী সাব্যস্ত হন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আরও তিনজন, ফাহাদ নাসিম, সালমান সাকিব এবং শেখ আদিল যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন।রাষ্ট্রপক্ষ এই রায়টি সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

বাদী পক্ষের আইনজীবী খাজা নাভিদ আহমেদ ভয়েস অফ আমেরিকাকে জানান, পার্লের হত্যার সংবাদ প্রকাশ হওয়ার আগে ২০০২ সালে শেখকে হত্যার অভিযোগে গ্রেপ্তারের করা হয়নি। তার বিরুদ্ধে কেবল পার্লকে অপহরণ এবং অন্য কারও হাতে হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছিল।তিনি বলেন পার্লের শিরশ্ছেদ করার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পরে হত্যার অভিযোগটি যুক্ত করা হয়েছিল।

XS
SM
MD
LG