বৃটিশ রক তারকা ডেভিড বোয়ি মারা গেছেন।
শুক্রবার সঙ্গীত শিল্পীর জন্মদিন ছিল। তার বয়স হয়েছিলো ৬৯। সেদিনই তিনি তাঁর ২৫তম অ্যালবাম ব্ল্যাক স্টার প্রকাশ করেন। সৃজনশীল ওই শিল্পী, রক ও জ্যাজ এর মিশ্রনে যে সব সঙ্গীত পরিবেশন করেন, সমালোচকরা তার প্রশংসা করে বলেন অ্যালবামিটি হচ্ছে তার সবচাইতে ভাল কাজের অন্যতম নিদর্শন।
তাঁর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে বলা হয় রবিবার তিনি শান্তিপূর্ণ ভাবে মারা যান। ১৮ মাস ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।