অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ


বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদে অংশ নেন সচেতন বাংলাদেশী আমেরিকানরা। অক্টোবর ১৭, ২০২১।
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদে অংশ নেন সচেতন বাংলাদেশী আমেরিকানরা। অক্টোবর ১৭, ২০২১।

বাংলাদেশে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন সচেতন বাংলাদেশী আমেরিকানরা। রবিবার বিকালে সহিংসতার ছবিসহ নানা রকম পোষ্টার ও ব্যানার নিয়ে তারা প্রতিবাদে অংশ নেন।

প্রতিবাদ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে সত্য সেবক নামে একজন সনাতন ধর্মাবলম্বী যুক্তরাষ্ট্রের সরকারকে বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে প্রশাসনিক প্রথা অনুসারে কথা বলার অনুরোধ করেন, যাতে ঐ অমানবিক বিষয়ে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেয় এবং ঐ ধরনের ঘটনা আর না ঘটে।

প্রতিবাদে দেয়া বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা ও মন্দির ভাঙ্গার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদে অংশ নেন সচেতন বাংলাদেশী আমেরিকানরা। অক্টোবর ১৭, ২০২১।
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদে অংশ নেন সচেতন বাংলাদেশী আমেরিকানরা। অক্টোবর ১৭, ২০২১।

এরপর একই বিষয়ে তারা হোয়াইট হাউজের সামনেও প্রতিবাদ করেন।

এদিকে, রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বাইরের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কুমিল্লার বিষয়টি সরকার খুব গুরুত্বের সাথেই দেখছে। আশা করছি কিছুদিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন দেশবাসী। দেশের বাইরে থেকে কারো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দেশের ভেতরেও ইন্ধনের অভাব নেই। যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।"

কুমিল্লায় পূজামণ্ডপে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগের পরিপ্রক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ জেলায় মোতায়েন করা হয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

XS
SM
MD
LG