অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডায় ভবন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ২২ 


শুক্রবার ফ্লোরিডা'র সার্ফসাইডে ভবন দুর্ঘটনায় মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২২শে I কর্মকর্তারা পার্শ্ববর্তী একটি ভবন বসবাসের অনুপযোগী ভেবে, ভবনের লোকজনদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেনI নর্থ মায়ামি বিচ সিটি জানায়, নিকটবর্তী ক্রেস্টভিউ টাওয়ার্সটি গঠনমূলক ও বৈদ্যুতিক ত্রুটির জন্য বসবাসের উপযুক্ত নয়I

সিটি ব্যবস্থাপক, আর্থার সোরে এক বিবৃতিতে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নগর কর্তৃপক্ষ অবিলম্বে ক্রেস্টভিউ টাওয়ার্স ভবনটি বন্ধ ঘোষণা এবং ভবনের বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে ভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছেI ভবনটির পরিপূর্ণ প্রকৌশলী ও কারিগরি নকশা মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবেI

তল্লাশি দল, শুক্রবার ধ্বংসস্তুপ থেকে ৭ বছরের একটি মেয়েসহ ৪টি দেহ উদ্ধার করেনI বৃহস্পতিবার ঘূর্ণিঝড় এলসা'র ঝুঁকির কারণে উদ্ধার তৎপরতা বন্ধ রাখার পর, শুক্রবার তল্লাশি অভিযান পুনরায় করা হয়I কর্মকর্তারা জানান, ১২৮জন এখনো নিখোঁজ রয়েছেনI মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, তল্লাশি তৎপরতা অব্যাহত রয়েছে, তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারেI

XS
SM
MD
LG