অ্যাকসেসিবিলিটি লিংক

রাক্বা শহরের আশপাশে আই এস জঙ্গিদের বিরুদ্ধে জোরালো আক্রমণ


সিরিয়ার একটি সক্রিয়বাদী গোষ্ঠি বলছে যে আই এস নিয়ন্ত্রিত সিরিয়ার একটি গ্রামে বিমান আক্রমণে আটজন শিশুসহ অন্তত চৌদ্দ জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলছে তারা মনে করে রাকা শহরের পশ্চিমে অবস্থিত আল মাতাব গ্রামকে লক্ষ্য করেই যুক্তরাষ্ট্রের নের্তৃত্বধীন জেট বিমান আক্রমণ চালায়। রাকা হচ্ছে তথাকথিত খেলফাতের স্বঘোষিত রাজধানী। মনে করা হচ্ছে চার হাজারের মতো আই এস জঙ্গিরা রাকায় রয়েছে।

ঐ আক্রমণ সম্পর্কে জোটের কর্মকর্তারা কোন মন্তব্য করেননি। বিমান হামলাটি এমন এক সময়ে করা হলো যখন যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা রাক্কা থেকে আই এসকে বিতাড়িত করতে সহায়তার জন্য ঐ অঞ্চলের দিকে এগুচ্ছে।

এই সৈন্য মোতায়েনর প্রথম খবরটি দেয় দ্য ওয়াশিংটন পোস্ট । তারা বলছে যে সেখানে সাঁজোয়া বাহিনীর যাওয়ার মানে হচ্ছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নিয়মিত বাহিনী ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি তবে অন্যান্য বার্তা সংস্থার কাছে সামরিক কর্মকর্তারা এর সত্যতা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সাঁজোয়া ইউনিট এরই মধ্যে ঐ অঞ্চলে রয়েছে।

XS
SM
MD
LG