অ্যাকসেসিবিলিটি লিংক

হুলা হত্যার কথা অস্বীকার করেছেন আসাদ


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অস্বীকার করছেন যে হুলায় গণহত্যার জন্যে তার সরকার দায়ি । তিনি বলেন যে এমনকী দানব ও এমন কাজ করবে না।

সিরিয়ার নেতা গত মাসে হুলায় নৃশংস হত্যাকান্ড সম্পর্কে মন্তব্য করেন , মে মাসের নির্বাচনের পর সংসদে দেওয়া তার প্রথম ভাষণে। ঐ ঘটনায় ৪৯ জন শিশু সহ এক শ জন নিহত হন।

প্রেসিডেন্ট আসাদ রোববার সংসদে বলেন যে সিরিয়া দেশটিকে ধ্বংস করার জন্যে বিদেশি চক্রের ষড়যন্ত্রের মুখোমুখি।

তাঁর এই ভাষণের ঠিক একদিন আগেই আরব লীগের নেতারা জাতিসংঘ ও আরবলীগের দূত কোফি আনানের সঙ্গে এক জরুরী অধিবেশনে বৈঠক করেছেন।

মি আনান বলেন যে সিরিয়ায় পুর্নাঙ্গ এক যুদ্ধে অপছায়া দিন দিন বাড়ছে। তিনি বলেন যে সাম্প্রতিক নৃশংসতায় মনে হচ্ছে যে এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

XS
SM
MD
LG