অ্যাকসেসিবিলিটি লিংক

'ডেল্টা' ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে 



যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা জানান, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়,'ডেল্টা' জীবনের প্রতি সমূহ ঝুঁকিপূর্ণ উত্তাল জলচ্ছাস নিয়ে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লুইজিয়ানার উপকূলীয় এলাকায় আঘাত হানতে চলেছেI

তবে 'ডেল্টা' কিছুটা দুর্বল হয়ে এখন, ক্যাটাগরি দুইয়ে পরিণত হয়েছে ,বর্তমানে বাতাসের বেগ ঘন্টায় ১০০ মাইলের মতোI ঘূর্ণিঝড়টি পরে ঝড়ে রূপ নিয়ে, লুইজিয়ানা ও টেক্সাসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারেI

লুইজিয়ানার গভর্নর, জন বেল এডওয়ার্ডস জানান, ইতিমধ্যেই প্রায় ১০.০০০ স্থানীয় লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছেI

XS
SM
MD
LG