অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্র ঘরে এবং বিশ্বজুড়ে এখনো ঝুঁকির মুখে-জো বাইডেন 


প্রেসিডেন্ট জো বাইডেন, 'স্মরণ দিবসে' তাঁর মন্তব্যে হুশিয়ার করে দেন যে, গণতন্ত্র ঘরে এবং বিশ্বজুড়ে এখনো সমূহ ঝুঁকির মুখেI প্রেসিডেন্ট বাইডেন, ভাইস প্রেসিডেন্ট, কামলা হ্যারিস ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আর্লিংটন জাতীয় সমাধিস্থলে নিহতদের প্রতি শদ্ধা জানানোর সময়, এই মন্তব্য করেনI

প্রেসিডেন্ট বাইডেন, ৬ই জানুয়ারির ক্যাপিটাল ভবনের ঘটনার প্রচ্ছন্ন প্রসঙ্গ টেনে বলেন, "আজ আমরা কি করছি, কিভাবে নিহতদের সম্মান জানাছি, সেটাই নির্ধারণ করবে, গণতন্ত্র থাকবে কি থাকবে না"I

যুক্তরাষ্ট্রে, ১৮৬৮ সালের গৃহযুদ্ধের পর থেকে, নিহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং প্রতি বছর মে মাসের শেষ সোমবার, 'স্মরণ দিবস'টি পালিত হয়ে থাকেI এ বছর, করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায়, আলরিংটনের জাতীয় সমাধিস্থলসহ, দেশের শহর ও নগরের বিভিন্ন সমাধিস্থলে জনগণ ফুল, তোড়া ও রিবন দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানI

XS
SM
MD
LG