অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের অভিশংসন মামলায় আজ ডেমক্র্যাটরা যুক্তি তর্ক উপস্থাপন করবেন


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটরা সেনেটে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন মামলায় আজ এই বিষয়টির আইনী ও সাংবিধানিক গুরুত্বের উপর আলোকপাত করবেন কারণ তাঁরা মনে করেন যে প্রেসিডেন্ট তাঁর নিজস্ব রাজনৈতিক ফায়দা লাভের জন্য, বিদেশি সরকারের সহায়তা চেয়ে , তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন।

গতকাল প্রথম দিনের যুক্তি উপস্থাপন শেষে কংগ্রেস সদস্য অ্যাডাম শিফ বলেন, আমরা মামলাটি তুলে ধরেছি, আমরা ক্রমানুসারে এগিয়েছি । আর আগামিকাল আমরা এই তথ্যগুলো আইনের আলোকে আলোচনা করবো যা কীনা প্রেসিডেন্টের তরফ থেকে ক্ষমতার অপব্যবহার।

ডেমক্র্যাটরা আজ এবং আগামিকাল শুক্রবার , ট্রাম্পের আইনি টিমের সামনে যুক্তি তর্ক উপস্থাপন করবে এবং তারপর

ট্রাম্পের আইনী টিম ২৪ ঘন্টা সময় পাবেন তাদের বক্তব্য তুলে ধরার । অনুমান করা হচ্ছে যে শনিবার থেকে ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরা হবে।

ট্রাম্পের একজন বিচারক জে সোকুলো, গতকালের অধিবেশনের পর বলেন যে অভিশংসন প্রক্রিয়া যে চলছে সেটাই একটা হাস্যকর ব্যাপার।

ট্রাম্প এই প্রক্রিয়া চলার সময় বরাবর বলে আসছেন যে জেলেন্সকির সঙ্গে তাঁর আলোচনায় কোন ভুল ছিল না।

XS
SM
MD
LG