দেশের সরকারী ও বেসরকারী উভয়ই সমীক্ষা সূত্রে প্রায় একই মত এ বছর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ হাজার ৬৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২৪ জন। যা গোটা দেশের মধ্যে শীর্ষে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এ প্রসঙ্গে বলেছেন, সম্প্রতি শিলিগুড়িতে গিয়ে দেখেছি, মশার কী মারাত্মক উৎপাত। জল, জঙ্গল এলাকায় মশা হবেই। কিন্তু রাজ্য সরকার এবং পুরসভাগুলি উদ্যোগ নিলেই ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ রোখা যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে এ নিয়ে কোনও রাজনীতি করতে চাই না। রাজ্য চাইলে সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। সরকারি তথ্য অনু্যায়ী মণিপুর এবং জম্মু ও কাশ্মীর ছাড়া গোটা দেশের প্রায় প্রতিটি রাজ্যেই ডেঙ্গুর ‘দাঙ্গা’ ছড়িয়েছে। চিন্তায় ফেলে দিয়েছে কেন্দ্রকে সঙ্গে রয়েছে চিকুনগুনিয়া। সরকার নাজেহাল। তবে তারই মধ্যে কেন্দ্র নিজেই ভারত বার্ড ফ্লু মুক্ত বলে ঘোষণা করেছে। গত মে মাসে কর্ণাটকের বিধর জেলার হামনাবাদে বার্ড ফ্লু দেখা দিয়েছিল। তবে কেন্দ্রীয় টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা রোখা গিয়েছে। তারপর থেকে নতুন করে আর কোনও বার্ড ফ্লুর খবর না আসায় দেশ বার্ড ফ্লু মুক্ত বলে সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বলে খবর।