অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ডেঙ্গির প্রকোপ


.
.

উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে হানা দিয়েছে ডেঙ্গি। জানা গিয়েছে, জুলাই মাস থেকে একাধিক ডাক্তারি পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এমনকি, নার্সিং বিভাগ ও বেশ কয়েকজন চিকিৎসকও ডেঙ্গির কবলে পড়েছেন বলে খবর। মেডিক্যাল পড়ুয়াদের দাবি, গত তিন মাসে ছেলে ও মেয়েদের হস্টেল মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ষাট-এর কাছাকাছি।কিন্তু, কেন এই পরিস্থিতি? পড়ুয়াদের বক্তব্য, মেডিক্যাল কলেজের ছয় ও সাত তলায় মেডিসিন ওয়ার্ডে প্রায় পাঁচশো রোগী ভর্তি। সন্দেহ করা হচ্ছে তাঁদের অধিকাংশই ডেঙ্গিতে আক্রান্ত।অথচ স্থানাভাবে মশারির ব্যবস্থা তেমন নেই বলে অভিযোগ। ফলে মেডিসিন বিভাগে কর্মরত জুনিয়র ডাক্তারদের কেউ কেউ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন বলে খবর। যদিও, ক্যাম্পাসে ডেঙ্গির প্রকোপ রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি আর জি কর কর্তৃপক্ষের।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG