কোপেনহেগেনে এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার কোপেনহেগেনের যে ক্যাফেটিতে গুলির ঘটনা ঘটে সেখানে সুইডিশ কার্টুনিষ্ট লার্স ভিলক্স এর বক্তৃতা দেয়ার কথা ছিল। ২০০৭ সালে ভিলক্স মহানবী হযরত মুহাম্মদ স: এর কুকুর আকৃতির শরীর দিয়ে কার্টুন এঁকে বিতর্কিত হয়েছিল।
ডেনমার্কের প্রধামন্ত্রী হেলে থরনিং স্কিমিডথ শনিবারের ঘটনাকে সন্ত্রাসী আক্রমণ আখ্যা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।