অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন হামলার আশংকার মাঝেই আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেয়ার উপর যুক্তরাষ্ট্রের গুরুত্ব আরোপ



কাবুল বিমান বন্দরে উদ্ধার তৎপরতা, ফাইল ছবি, ২৪শে অগাস্ট, ২০২১ - রয়টার্স
কাবুল বিমান বন্দরে উদ্ধার তৎপরতা, ফাইল ছবি, ২৪শে অগাস্ট, ২০২১ - রয়টার্স

কাবুল বিমান বন্দরে আত্মঘাতী বোমা হামলার এক দিন পরে, কঠিন নিরাপত্তা ব্যবস্থা ও আরো রক্তপাতের আশংকার মাঝে, যুক্তরাষ্ট্র, শুক্রবার আফগানিস্তান থেকে জরুরি উদ্ধার কাজের প্রতি গুরুত্ব আরোপ করে I আত্মঘাতী হামলায় কাবুল বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসহ আফগানিস্তানের ১০০'র বেশি মানুষ প্রাণ হারানI যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে দিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা, মঙ্গলবারের আগে সেখানে আরো হামলা হতে পারেI

দুজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবারের বোমা হামলায় মৃতের সংখ্যা ১৬৯ এ উন্নীত হয়েছেI যুক্তরাষ্ট্র জানায়, ২০১১ সালের আগস্টের পর, এটাই ছিল যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য সবচাইতে ভয়াবহ দিনI প্রেসিডেন্ট বাইডেন, এই হামলার জন্য তালিবান ও পশ্চিমি দেশগুলির শত্রু, আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিদের অঙ্গ শাখাকে দোষারোপ করেনI

যেসব কর্মকর্তা আফগানদের মৃতের সংখ্যা জানিয়েছেন, সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে তাদের অনুমতি দেয়া হয়নি, তাই নাম প্রকাশ না করার শর্তে, তারা এসব তথ্য দিয়েছেনI

পেন্টাগন শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রাথমিকভাবে আগে দুটি স্থানে বোমা বিস্ফোরণের যে খবর দিয়েছিলেন তা সঠিক নয়, শুধুমাত্র বিমানবন্দরের একটি প্রবেশ পথে বোমা হামলা চালানো হয়েছেI

(এপি)

XS
SM
MD
LG