অ্যাকসেসিবিলিটি লিংক

কমান্ডো অভিযানে ঢাকার গুলশানে জিম্মি অবস্থার পরিবর্তন


বাংলাদেশের রাজধানী ঢাকার কুটনৈতিক পাড়ার কাছে গুলশানের ক্যাফেতে হামলা ও জিম্মির ঘটনার প্রায় ১২ ঘন্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্যে দিয়ে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ঘণ্টাখানেকের এই অভিযানে হলি আর্টিজান বেকারির ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা জহুরুল আলম ও আমীর খসরু। তবে তারা জিম্মি নাকি হামলাকারী সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

Bangladesh attack
Bangladesh attack

অভিযানের প্রথম দিকে পাঁচজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে; ১০-১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে বিভিন্ন সূত্র বিভিন্ন সংখ্যার কথা বলছে।

পররাষ্ট্র দফতর জানায় বাংলাদেশের আমেরিকান দূতাবাসের সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংস্থা। প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পরিস্থতির বিষয়ে অবহিত করা হয়েছে।

বেকারির ভেতরে কতজন আটকা পড়েছিলেন এবং তাদের মধ্যে কতজন জীবিত উদ্ধার হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

XS
SM
MD
LG