অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশে ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে


বিপুল সংখ্যায় মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশে ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বৃহস্পতিবার মিয়ানমারের বিশেষ দূতের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, এর ফলে দেশের কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ-যাতে আশ্রয় গ্রহণকারীরা অনতিবিলম্বে দেশে ফিরে যেতে পারে। প্রয়োজনে প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তারও প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে, রাখাইন রাষ্ট্রের ধর্মীয় উগ্রবাদ সশস্ত্র চরমপন্থা বিকাশের সম্ভাবনার কথা উল্লেখ করে মিয়ানমারের বিশেষ দূত এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন। বাংলাদেশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র দফতর বলছে। দুই দেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দুটো সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG