প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেককেই সম্প্রচার নীতিমালা মেনে চলতে হবে। সব দেশেই গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা রয়েছে।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বুধবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।
বাংলাদেশ মুক্তিবাহিনীর উপ-প্রধান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।