অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি


FILE - A woman, who suffers from diabetes, is seen walking on a treadmill as part of an exercise program to help control the disease.
FILE - A woman, who suffers from diabetes, is seen walking on a treadmill as part of an exercise program to help control the disease.

পৃথিবী জুড়ে অর্ধেকসংখ্যক রোগীই জানেনই না তাঁর প্রকৃত ডায়াবেটিস আছে। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাক্কালে এমনই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে পৃথিবীতে এই মুহূর্তে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। তার অর্ধেক মানুষই জানেননা তিনি ডায়াবেটিসে ভুগছেন। তার নব্বই শতাংশই ভুগছেন টাইপ টু ডায়াবেটিসে। সবচেয়ে বড় সমস্যা হল রোগাক্রান্তদের অন্য কোনো সংক্রমন হলে তার নিরাময়ে কাল ঘাম ছুটে যাচ্ছে। আগামীকাল সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের থিম ডায়াবেটিস।আরো নির্দিষ্টভাবে বললে দ্রুত রোগ নির্ণয় প্রতিরোধ ও রোগীর যত্ন নেওয়া। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত সহ দক্ষিন -পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডাঃ পুনম ক্ষেত্র পাল এ খবর জানিয়েছেন।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG