অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিত্সা বিজ্ঞান উচ্চ রক্তচাপ কেন হয় তার সঠিক কারণ নির্নয় করতে পারেনি ।


চিকিত্সা বিজ্ঞান এখনো অব্দি উচ্চ রক্তচাপ কেন হয় তার সঠিক কারণ নির্নয় করতে পারেনি । তবে এর কিছু কিছু প্রতিকার চিকিত্সকেরা প্রস্তাবাকারে দিয়ে থাকেন এবং উচ্চ রক্তচাপকে অবহেলা না করে চিকিত্সকদের ঐসব পরামর্শ প্রস্তাব মেনে চলার জন্যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে আক্রান্তদের প্রতি আহ্বান জানানো হয়ে থাকে । আজকের বিজ্ঞান পর্বে শুনবেন Hypertension বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা । আলোচনা করছেন ওয়াশিংটনের উপকন্ঠবর্তী ভার্জিনিয়ায় বসবাসকারি বাংলাদেশি বংশোদ্ভব এ্যামেরিকান চিকিত্সক ডক্টর মূহিউদ্দীন আহমদ । স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলছেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG