অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকায় আমেরিকার একমাত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস গিয়ে পৌছান


U.S. Defense Secretary James Mattis is greeted by Djibouti's Minister of Defense Ali Hasan Bahdon as he arrives at Djibouti-Ambouli International Airport in Ambouli, Djibouti, April 23, 2017.
U.S. Defense Secretary James Mattis is greeted by Djibouti's Minister of Defense Ali Hasan Bahdon as he arrives at Djibouti-Ambouli International Airport in Ambouli, Djibouti, April 23, 2017.

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এখন জিবুতিতে আছেন। আফ্রিকার পূর্বাঞ্চলের ছোট এই দেশটিতে আমেরিকার ঘাঁটি আছে। আফ্রিকান মহাদেশে এই একটি মাত্র দেশে আমেরিকার ঘাঁটি আছে।

জিবুতির প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগে, ম্যাটিস রবিবার ক্যাম্প লুমোনিয়েতে পৌছান।

কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য ক্যাম্প লুমোনিয়া হচ্ছে কলাকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর অন্যতম।

কর্মকর্তারা বলেন, আফ্রিকান মহাদেশে সামরিক মহড়া ও কার্যব্যবস্থার জন্য ওই ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশ সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান চালানোর জন্য আমেরিকান বিশেষ বাহিনী ওই ঘাঁটি ব্যবহার করে।

XS
SM
MD
LG