ভারতের কেরল রাজ্যে পথের কুকুরের অত্যাচার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ২০১৬ সালেই কুকুরের কামড়ে ৫০ হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হয়েছেন। মারা গিয়েছেন ৪ জন।
সরকার এই বিপদ নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নেয়নি, এই অভিযোগ করে ওখানকার সেন্ট টমাস কলেজের প্রাক্তনীদের সংগঠন ঘোষণা করেছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজ্যের যে পুরসভা ও পঞ্চায়েত সবচেয়ে বেশি কুকুর মারতে পারবে, তাদের স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে তারা। এরাই কিছু দিন আগে বিপজ্জনক কুকুর মারবার জন্য কম দামে এয়ারগান দেওয়ার কথা ঘোষণা করেছিল।
রাজ্যের এক শিল্পপতি আবার কুকুর মারবার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু কেউ কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারছেন না, কেবল কেরলেই পথের বেওয়ারিশ কুকুরের এমন লাগামছাড়া সমস্যা কেন? তবে সারমেয়প্রেমীরা কেরলে কুকুর নিধনের পরিকল্পনার খবরে স্তম্ভিত। কিন্তু এ সমস্যার বিকল্প সমাধানই বা কি? কলকাতা থেকে গৌতম গুপ্ত।