অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে “ নাম কা ওয়াস্তে” চুক্তি চাই না : কেরী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী বলছেন যে ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে দেশটির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি জটিল এবং গুরুত্বপূর্ণ । আলোচকরা নামমাত্র কোন চুক্তিতে পৌছুতে চান না।

আজ শনিবার সুজারল্যান্ডের লাউসানে তিনি সংবাদদাতাদের বলেন যে সমঝোতাতে পৌছুনোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে তবে এ ব্যাপারে মূল সিদ্ধান্তটা এখনই নেওয়া প্রয়োজন।

ইরানের সঙ্গে দরকষাকষিতে অংশগ্রহণকারী অন্যান্য শরীক দেশের সঙ্গে আলোচনার লক্ষে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে এই মন্তব্য করেন । আসছে সপ্তায় ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে।

আজ দিনে আরও আগের দিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন যে পারমানবিক বিষয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছুনো সম্ভব। মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে মি রুহানি বলেন , এমন কিছু নেই যার সমাধান করা সম্ভব নয়।

XS
SM
MD
LG