অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ার শিতকালীন অলিম্পিক থেকে রাশিয়ার এ্যাথলেটদের বাদ পড়ার সম্ভাবনা


রাশিয়ার এন্টি ডোপিং এজেন্সী RUSADA কে বিশ্ব ক্রিড়া মানদন্ডের নীতিমালার সঙ্গে এখনো সঙ্গতিপূর্ন নয় মন্তব্য করে World Anti-Doping Agency (WADA), RUSADA কে সক্রিয় ভাবে কাজ করার অনুমতি দেয়নি। এর ফলে ২০১৮ সালের দক্ষিন কোরিয়ার শিতকালীন অলিম্পিক থেকে রাশিয়ার এ্যাথলেটদের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সিউলে এক বৈঠকে WADA র ফাউন্ডেশন বোর্ড রাশিয়ার ডোপিং বিষয়ক কম্প্লাইন্স রিভিউ কমিটির রিপোর্ট গ্রহণ কর যাতে বলা হয় রাশিয়ায় এখনো ডোপিং বন্ধ হয়নি।

রিপোর্ট বলা হয়, রিভিউ কমিটির তদন্তে রাশিয়ার পক্ষ থেকে এ্যাথলেটদের রক্তের ল্যাবরেটরী পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অসহযোগীতা করা হয়।

২০১৫ সালে রাশিয়ার এন্টি ডোপিং এজেন্সীকে নন-কম্প্লাইন্ট ঘোষণা করে WADA. এরপর তাদেরকে পূন: প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু নীতিমালা মেনে চলার কথা বলা হয়; যা তারা এখনো পর্যন্ত ঠিমতো কার্যকরভাবে করতে পারেনি।

XS
SM
MD
LG