ড: সাইফুল ইসলাম খোন্দকার, University of Central Floridaর এর ন্যানো বিজ্ঞান প্রযুক্তি ও পদার্থবিজ্ঞান বিভাগে অ্যাসোশিয়েট প্রফেসর। তিনি Nanoscience Technology Center এর Nanophysics and Nanoelectronics গবেষণাগারের পরিচালক।
ড: খোন্দকার ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁর পেশাগত জীবন, ন্যানো বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা, বিদেশি ছাত্রছাত্রীদের ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত বলেন।
আমাদের সহকর্মী শাগুফতা নাসরিন কুইন, অর্ল্যান্ডো সফরের সময় ড: সাইফুল ইসলাম খোন্দকারের সাক্ষাৎকার নেন।