অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রে সাম্প্রদায়িক সহিংসতায় বহু মানুষ নিহত


FILE - Congo military trucks carrying Congolese troops drive in a main street after violence erupted due to the delay of the presidential elections in Kinshasa, Democratic Republic of the Congo, Sept. 20, 2016.
FILE - Congo military trucks carrying Congolese troops drive in a main street after violence erupted due to the delay of the presidential elections in Kinshasa, Democratic Republic of the Congo, Sept. 20, 2016.

রবিবার ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রের লুহাঙ্গা গ্রামে অন্তত ৩০জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়।

নিহতদের অধিকাংশই ছিল হুতু সম্প্রদায়ের মানুষ। স্থানীয় কর্মকর্তারা বলেন ওই হত্যাকান্ডের জন্য দায়ী নান্দে মিলশিয়া।

ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রের উত্তর কিভু প্রদেশে ওই দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ এক বছর ধরে সহিংস পরিস্থিতি বিরাজ করছে।

উত্তর কিভুর এক আঞ্চলিক প্রশাসক জয় বোকেলে বলেছেন, লুহাঙ্গায়, আক্রমণ শুরু হওয়ার আগে, চরমপন্থীরা, ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রের একটি সামরিক চৌকীতে প্রথম হামলা চালায়।

XS
SM
MD
LG