অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রামীন ব্যাঙ্ক থেকে প্রফেসার ইউনুসের অপসারন নিয়ে প্রখ্যাত আইনজীবী ডক্টর মোহাম্মদ জহিরের সাক্ষাত্কার


ডঃ মুহাম্মদ ইউনুস
ডঃ মুহাম্মদ ইউনুস

গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে গ্রামীন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসকে অব্যাহতি দান প্রসঙ্গে বিশিষ্ট বাংলাদেশি আইনবিদ ডক্টর মোহাম্মদ জহির বলেন - গ্রামীন ব্যাঙ্ক হলো প্রফেসার ইউনূসের সন্তানতূল্য - তাঁকে এভাবে বহিস্কার করায় দেশের, জাতির ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে, দেশের মূখরক্ষা করতে এখন এটাকে মানানসই মতো মিটিয়ে ফেলাই শ্রেয়।

আইনবীদ এম জহির বলেন -বহিষ্কার করার আদেশ পাঠানোর আগে গ্রামীন বোর্ডকে "শো কয" নোটিস পাঠানো উচিত ছিলো। তিনি বলেন - দশ বছরেরও বেশি কাল ধরে তিনি যে ষাটোর্ধ বয়সের পরেও ঐ পদে বহাল ছিলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক এতোগুলো বছর এ ব্যাপারে কোনো আপত্তি করেনি কেন - প্রশ্ন তোলেনি কেন । ডক্টর জহির বলেন -প্রফেসার ইউনূসের দায়ের করা রীট আবেদনের পক্ষে লড়ছেন ডক্টর কামাল হোসেন - ও গ্রামিন ব্যাঙ্ক বোর্ডের ৯ পরিচালকের পক্ষের রীট নিয়ে ওকালতি করছেন ব্যারিস্টার রকূনউদ্দীন মাহমুদ।

তিনি বলেন - শুনানী এখনো চলছে, সোমবারেও চলবে, তারপর এ ব্যাপারে আদালতের রায় ঘোষিত হতে পারে।

XS
SM
MD
LG