দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের জন্মের আগে এবং পরে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বিশাল ভূমিকা রেখেছেন, সেই বিদ্যাপীঠে ভোট কারচুপির অভিযোগ অনেককেই উদ্বিগ্ন করেছে। এবারের নির্বাচন এবং এর প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলেছি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, সাংবাদিক-শিক্ষক-ইতিহাসবিদ আফসান চৌধুরী, কলামিস্ট- সাবেক বিতার্কিক মাহমুদ রেজা চৌধুরীর সাথে।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।