প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। এবছর এ দিবসে প্লাস্টিক দূষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববাসীর কাছে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বিশ্বের অধিকাংশ দেশে ৪৮ বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এ দিবসে পরিবেশ, প্রকৃতি ও মানবস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৭০ সালে প্রথম ধরিত্রী দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখন সারা বিশ্বে ধরিত্রী দিবস পালন করা হয়।