অ্যাকসেসিবিলিটি লিংক

আজ ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণের প্রতি দৃষ্টি দেওয়া হচ্ছে


A man collects recyclable materials as smoke billows from a burning garbage dump site on the occasion of Earth Day, in Kolkata, India, April 22, 2018.
A man collects recyclable materials as smoke billows from a burning garbage dump site on the occasion of Earth Day, in Kolkata, India, April 22, 2018.

প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। এবছর এ দিবসে প্লাস্টিক দূষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববাসীর কাছে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

Indians walk across contaminated water flowing out of an industrial unit in Jammu, India, Sunday, April 22, 2018.
Indians walk across contaminated water flowing out of an industrial unit in Jammu, India, Sunday, April 22, 2018.

বিশ্বের অধিকাংশ দেশে ৪৮ বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এ দিবসে পরিবেশ, প্রকৃতি ও মানবস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৭০ সালে প্রথম ধরিত্রী দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখন সারা বিশ্বে ধরিত্রী দিবস পালন করা হয়।

XS
SM
MD
LG