অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা ভাইরাসের পরিক্ষামূলক ওষুধ ZMapp


বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারক বিশেষ প্যানেল, পশ্চিম আফ্রিকাব্যাপী ইবোলা ভাইরাসে আক্রান্ত কিছু রোগীকে পরিক্ষামূলক ওষুধ ZMapp দিয়ে চিকিতসা করার বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে মিলিত হচ্ছেন।

লাইবেরিয়ায়, ইবোলা ভাইরাসে আক্রান্ত আমেরিকার দু’জন গীর্জার স্বাস্থ্যকর্মীকে পরিক্ষামূলক ওষুধ দিয়ে চিকিতসা করার পর তাদের অবস্থার পরির্বতন লক্ষ্য করা যাচ্ছে।

ঐ ওষুধটি এখনও অনুমোদন লাভ করেনী অথবা মানুষের দেহেও তা পরিক্ষা নিরিক্ষা করা হয়নী। ওষুধ প্রস্তুত কারক কোম্পানী বলছে, তাদের কাছে এই পরিক্ষামূলক ওষুধটি সীমিত পরিমানে আছে। যদি এই ওধুষটি সুপারিশ করা হয়, তা হ’লে কারা এই ওষুধ পাবে তা প্যানেলকেই নির্ধারণ করতে হবে।

ওদিকে সৌদী আরব থেকে এক ব্যাক্তি যিনি পশ্চিম আফ্রিকা সফর করেছেন তার সন্দেহজনক মৃত্যুর বিষয়টি তারা তদন্ত করছে।

পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩২ এ।

XS
SM
MD
LG