অ্যাকসেসিবিলিটি লিংক

পরিক্ষামুলক ইবোলা প্রতিষেধক ব্যবহার-উপযোগি,প্রয়োগ উপযোগি অবস্থায় জানুয়ারি নাগাদ লভ্য হতে পারে


বিশ্ব স্বাস্থ সংস্থা WHO বলছে- পরিক্ষামুলক ইবোলা প্রতিষেধক ওষুধ ব্যবহার-উপযোগি,প্রয়োগ উপযোগি অবস্থায় জানুয়ারি নাগাদ লভ্য হতে পারে।

WHO-র সহকারি পরিচালক ডক্টর ম্যারী পল কিনী বলেছেন-য়ুরোপ,যুক্তরাষ্ট্র এবং আফ্রিকায় এ প্রতিষেধক ইতিমধ্যেই পরিক্ষিত হচ্ছে- এ নিয়ে চিন্তাভাবনা-পরিকল্পনা চলছে।পরিক্ষায় যদি এটা নিরাপদ প্রতিয়মান হয় তাহলে এ ওষুধ জানুয়ারী নাগাদ পশ্চিম আফ্রিকায় হাজার হাজার মাত্রায় ব্যবহৃত হতে পারে।কিনী কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে জেনিভায়।

ব্যপক-বিস্তৃত আকারে এ প্রতিষেধক কবে নাগাদ লভ্য হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি।

এখনো অব্দি এ রোগের কোনো ওষুধ নেই-কোনো প্রতিষেধক টিকেও নেই-এ বছরেই এ রোগে পশ্চিম আফ্রিকায় মারা গিয়েছে সাড়ে চার হাজার মানুষ।ইতিমধ্যে নাইজিরিয়ায় গত ৪২ দিনে একজনও ইবোলায় আক্রান্ত হয়নি বিধায় বিশ্ব স্বাস্থ সংস্থা WHO নাইজিরিয়াকে ইবোলা মুক্ত দেশ বলে ঘোষনা করেছে।

XS
SM
MD
LG