অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ক্যামারোনের লন্ডন বাসভবনে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হবে


মিশরের প্রেসিডেন্ট ও বৃটেনের প্রধানমন্ত্রী মিলে একমত হয়েছেন যে,মিশরের অবকাশ-নিবাস শারম-আস-শেইখে আরো কড়াকড়ির আরক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে।সাইনাই উপদ্বীপের ওপরের আকাশে রাশিয়ার জেট বিমান বিধ্বস্ত হবার পরই এ সহমত ব্যক্ত হচ্ছে।

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভীড ক্যামারোনের দফতর থেকে বলা হ’চ্ছে-মিশরের প্রেসিডেন্টের লন্ডন সফরের আগে ক্যামারোন ও আব্দেল ফাত্তাহ আস সী সী কথা বলেন টেলিফোনে।প্রধানমন্ত্রী ক্যামারোনের দফতর থেকে দেওয়া বয়ানে বলা হয়- ঐ অবকাশ নিবাসের বিমানবন্দরটিতে যদ্দুর সম্ভব কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সী সী বুধবার বৃটেনের পথে রওনা হন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ক্যামারোনের লন্ডন বাসভবনে দু’ নেতার বৈঠক হবে।

শনিবারের ঐ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরোহি দূ’ শ’ চব্বিশ জনের সকলেই প্রাণ হারান।বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

XS
SM
MD
LG