অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে সিসির নিরঙ্কুশ বিজয়


মিশরের সাবেক সেনাপ্রধান আব্দেল ফাতাহ এল সিসি প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি হামদিন সাবাহির বিপক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

বুধবার সমাপ্ত তিনদিন ব্যাপী এই ভোটের প্রাথমিক ফলাফলে ধেকা যাচ্ছে যে প্রদত্ত ভোটের ৯৩ শাতাংশের ও বেশি ভোট পেয়েছেন সিসি। সাবাহি , যিনি মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছেন এই পরাজয় মেনে নিয়ে বলেন যে তিনি জনগণের ইচ্ছে মেনে নিচ্ছেন।

সিসি তাঁর বিজয় সম্পর্কে নির্বাচনের আগেই নিশ্চিত ছিলেন তবে বড় ব্যবধানে জয়লাভের জন্যে তিনি অধিক সংখ্যক ভোটদাতাদের ভোট দানে আহ্বান জানান। এর ফলে তিনি সে দেশের অর্থনীতিকে ঠিক করার এবং দেশের রাজনৈতিক গোলযোগ বন্ধ করার জন্যে ব্যাপক রায় পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন যে মিশরের ৫ কোটি ৪০ লক্ষ ভোটদাতাদের মধ্যে এবরের নির্বাচনে ভোট দিয়েছেন ৪৬ শতাংশ । ২০১২ সালে মোরসির সময়ে নির্বাচনে ৫২ শতাংশ ভোট পড়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের মিশন বলেছে নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোট কেন্দ্রের কাছাকাছি প্রচারাভিযান চালানোর মতো ছোট খাটো কিছু ত্রুটি মাত্র ছিল ।
XS
SM
MD
LG