অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে নতুন মন্ত্রীপরিষদে মুবারাকের সময়ের কর্মকর্তারা শপথ নিচ্ছেন


মিশরের প্রধানমন্ত্রী হিশাম কানদিল, তিনি যে ৩৫ সদস্যের নতুন মন্ত্রী পরিষদ গঠন করছেন তার পক্ষে যুক্তি দেন। এই নতুন মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ পদে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারাকের সময়ের কর্মকর্তারা বজায় থাকবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন তিনি মন্ত্রীদের বেছে নিয়েছেন তাদের কর্মদক্ষতার জন্য। রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে তিনি ঐক্যের আহ্বান জানান এবং উজ্জল ভবিষ্যতের জন্য এক সঙ্গে কাজ করার আহ্বান জানান মিশরীয়দের প্রতি।

মন্ত্রীপরিষদে আছেন ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউই। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারাক গত বছর পদত্যাগ করার পর সে দেশের প্রথম সরকারে তিনি প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন এবং সেই পদ তিনি বজায় রাখবেন।
মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে নতুন প্রশাসনে অন্যান্য যারা পদে আছেন এবং তা বজায় রাখবেন তাদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ কামেল আমের এবং অর্থমন্ত্রী মুমতাজ আল সাইদ।
প্রধানমন্ত্রী কানদিল বিদায়ী সামরিক বাহিনী সমর্থিত সরকারে জলসেচন মন্ত্রী ছিলেন।
XS
SM
MD
LG